Famous Hill in Chottogram City

5 Famous Hill in Chottogram City Area ( 2nd one , you should not miss)

5 Famous Hill in Chottogram City Area

1. batali hill
2. C R B hill area
3. D.C hill
4. cheragi hill:

যেখান থেকে আলোকিত হয় চট্টগ্রাম

বলা হয়, প্রায় কয়েক’শ বছর আগে সুফি সাধক বদর আউলিয়া (রা:) সমুদ্রে ভাসমান একটি পাথর খণ্ডে আরোহণ করে চট্টগ্রামে আগমন করেন। তিনি মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন। কিন্তু তখন চট্টগ্রাম ছিল গভীর পাহাড়-পর্বতে ঘেরা এবং জন-মানবহীন। এখানে ছিল জ্বীন-পরিদের আবাসস্থল।
হজরত বদর আউলিয়া একটি অলৌকিক চেরাগ সাথে নিয়ে এসেছিলেন। সেটি হাতে নিয়ে তিনি যখন একটি পাহাড়ের চূড়ায় আরোহণ করেন তখন জ্বীন-পরিরা তাকে বাঁধা দেয়। তারা বলে, এখানে মানুষের কোনো স্থান নেই।
রাতের অন্ধকার নেমে এলে বদর আউলিয়া অতি সুকৌশলে তার চেরাগটি বা প্রদীপটি রাখার জন্য জ্বীন-পরিদের কাছে অনুমতি প্রার্থনা করেন। জ্বীন-পরিরা তাতে সম্মতি জ্ঞাপন করার পর বদর আউলিয়া তার অলৌকিক চেরাগটি জ্বেলে দেন। আর তখন তার তীব্র তেজ সহ্য করতে না পেরে জ্বীন-পরিরা চট্টগ্রাম ছাড়তে বাধ্য হয়। এর পর থেকেই এখানে মানুষের বসবাস শুরু হয়। আর পাহাড়টির নাম হয় চেরাগী পাহাড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *